গাইবান্ধার নলডাঙ্গা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন পরিচ্ছন্নতা কর্মী ৫শ’ টাকা মাসিক বেতনে কাজ করেও অন্য একজনকে অবৈধ পন্থায় নিয়োগ প্রদানের প্রতিবাদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় হরিজন সম্প্রদায়ের লোকজন।
আজ দুপুরে সাদুল্লাপুর উপজেলায় হরিজন সম্প্রদায়ের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ¦ মো: ইসমাইল হোসেন সরকার, সাধারণ সম্পাদক চাঁন মিয়া সমাজসেবক সুজন সরকার খাজা, ভুক্তভোগী কল্পনা রানী, রনজিৎ দাস, বিনদ চন্দ্র দাস প্রমূখ।
মানববন্ধন শেষে সাদুল্লপুরের একটি বিক্ষোভ মিছিল করে মানববন্ধনকারীরা। বক্তরা বলেন, অবিলম্বে পূর্বের পরিচ্ছন্নতা কর্মী কল্পনা রানীকে নিয়োগ দিতে হবে।