আমেরিকার ন্যাশনাল আক্যাডেমি অফ রেকর্ডিং আর্টস এন্ড সাইন্সেস কর্তৃক দেয়া হয় বার্ষিক পুরস্কার। এটি বিশ্বজুড়ে গ্র্যামি অ্যাওয়ার্ড বলে খ্যাত। সংগীতের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদার এই স্বীকৃতি।সংগীতে অসাধারণ অবদানের জন্য ১৯৫৮ সাল থেকে দেয়া হচ্ছে এ পুরস্কার।
এটুকু লিখে ‘পরের বছর ঝুড়ি ভর্তি উপহার পাঠাতে চাই’ বলেও অ্যাওয়ার্ড কর্তৃপক্ষকে টিপ্পনি কাটেন তিনি।চলতি বছর জাইন একা কিংবা ওয়ান ডিরেকশনের সঙ্গে নমিনেশন পাওয়ার বেশ কথা চলছিল। কোনোটাতেই অবশেষে নমিনেশন না পাওয়ার কারণে তিনি অনেকটা ক্ষুব্ধ হয়ে আছেন। তারই বহিঃপ্রকাশ যেন এই টুইট বার্তা। এমনটাই ভাবছেন নেটবাসীরা।