সারাদেশের ন্যায় বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে গাইবান্ধার ফুলছড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (১৭ মার্চ) উপজেলা পরিষদ চত্বরে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সকাল সাড়ে ৮ টায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এম.পি, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান দোলন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি. এম সেলিম পারভেজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী, উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া প্রমুখ।
পরে একই স্থানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ফুলছড়ি উপজেলা শাখার উদ্যোগ তাদের সদস্যদের মাঝে ৩৫ লক্ষ টাকা ঋণের চেক বিতরণ করা হয়।