গাইবান্ধার সাঘাটায় জাতীয় পাটি আয়োজনে দলের চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৯২ তম জন্মদিন উপলক্ষে গতকাল বোনার পাড়ায় সাবেক চেয়ারম্যানের বাসভবনে কেক কাটা, দোয়া ও স্বরণ সভা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট এ,এইচ,এম, গোলাম শহীদ রঞ্জু। বিশেষ অতিথি অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টি সাধারণ সম্পাদক শাহআলম মন্ডল, জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বুলেট সহ আরো অনেকে। অনুষ্ঠানে জাতীয় পাটির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।