সাভারের আশুলিয়ায় একটি ভবনে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া এলাকার শমীর প্লাজার আট তলা ভবনের সাত তলায় পোশাক নিটওয়্যার লিমিটেড নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যায় ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, কারখানাটি আগেই ছুটি হওয়ায় ভেতরে কোনো শ্রমিক ছিল না। তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তারপরেও আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি বিষয়টি জানা যাবে।