ভারতের গজল ডোবা ব্যারেজের সব গেট খুলে দেয়ার ফলে পাটগ্রাম ডিমলা উজানে পানি আছরে পড়ছে। বাংলাদেশের লালমনিরহাট জেলার তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানির চাপ বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি সামলাতেই তিস্তা ব্যারেজের ৪৪ টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বন্যায় ৫১৬ কিঃমিঃ তিস্তা অববাহিকায় চরান্চল ও নিম্নাঞ্চল এর মানুষ পানি বন্দী হয়ে পড়েছে।
অন্ধকারে হঠাৎই পানি বৃদ্ধি পাওয়ায় মানুষরা পড়েছে চরম বিপাকে। পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের মহিমপাড়া সহ পার্শবর্তী গ্রামে পানি ঢুকেছে। ব্যারেজ রক্ষায় দ্রুত ৪৪ টি গেট খুলে দেয়া হয়েছে, আর এ কারনেই ভাটির দিকের ৫ জেলা লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী,গাইবান্ধার ১৪ টি উপজেলায় ধাবমান বন্যা দেখা দিয়েছে। ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ পানি বন্দী হয়ে পড়েছে।