নীলফামারীর সৈয়দপুরে টানা তিনদিন থেকে মৃদু শৈতপ্রবাহ চলছে। এতে করে কাহিল হয়ে পড়েছে এ জনপদের মানুষজন। আজ বৃহস্পতিবার সকালে এ উপজেলায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এমনটি জানিয়েছেন সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস।
এখানে শীতের প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি কর্মজীবী, খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে চরমে। বিশেষ করে বয়স্ক ও শিশুরা ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে। আজ বেলা ১২টা পর্যন্ত সুর্য়ের মুখ দেখা যায়নি। লোকজন জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে খুব একটা বের হচ্ছেন না। আর জরুরি প্রয়োজনে যারা ঘরের বাইরে যাচ্ছেন, শীতের তীব্রতার তারাও পড়ছেন বিপাকে।