ধাপেরহাট ইউএন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ৬নং ধাপেরহাট ইউনিয়নের ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন ইভেন্টে ভালো ফলাফল অর্জনকারি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ৬নং ধাপেরহাট ইউনিয়নের আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০২২ এর সমাপ্তি ঘোষণা করা হয় ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল্লাহীশ শাফি উপজেলা শিক্ষা অফিসার, সাদুল্লাপর উপজেলা এবং সহকারী শিক্ষা অফিসার মোঃ মাহমুদুল হাসান । এছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অত্র ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।