গাইবান্ধার সাঘাটা শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এসএসসি/২২ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদ্যালয় মাঠে গত বুধবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
সাঘাটা শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আজিজার রহমান, সরকারি মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, অ্যাডভোকেট জাকির হোসেন, পবন তাইড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবাইদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ সহ আরো অনেকে।