গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরের জলিল সুপার মার্কেটে গতকাল ১২ জুন বিকেলে ব্রাক ব্যাংক স্থানান্তর শাখার উদ্ধোধন করেন প্রধান অতিথি গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুকিতুর রহমান রাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক ব্যাংক বগুড়া শাখার ক্লাষ্টার ম্যানেজার আজগর হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ শাখা ব্যবস্থাপক তাপস কুমার সাহা, অপারেশন ম্যানেজার আব্দুল জলিল, ব্যাঞ্চ অফিসার ইসমাইল হোসেন, শামিম মিয়া, জাহাঙ্গীর আলম, নাহিদুরজ্জামান ও বিশিষ্ট ব্যবসায়ী বিমল কুমার সাহা বৈদ্য প্রমুখ লাল ফিতা কেটে ব্যাংক শাখা উদ্বোধন করেন।