নিজের প্রথম ওয়েব সিরিজ, সুজয় ঘোষের ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’-এর শ্যুটিং করতে সম্প্রতি দার্জিলিং সফরে এসেছিলেন অভিনেত্রী কারিনা কাপূর। সফরের শেষে তিনি নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন, পৃথিবীর সবচেয়ে ভাল তিরামিসু খেয়েছেন এই দার্জিলিংয়েই। তার পর রাতারাতি জনপ্রিয় হয়ে যায় ‘নিনাজ কিচেন’ নামক দোকানটি।
স্বয়ং করিনা তার দোকানের তিরামিসুর প্রশংসা করেছেন শুনে মালিক সেই তিরামিসুর নামই বদলে দেন। এখন সেই দোকানে গেলেই মিলবে ‘করিনা’জ তিরামিসু’! দোকানের মালিক জানান, এর পরেই তাদের দোকানের বিক্রি নাকি দ্বিগুণ হয়ে গেছে।
অভিনেতা- অভিনেত্রীদের নামে খাবারের নাম করার কিস্সা এই প্রথম নয়। এর আগেও দীপিকা পাড়ুকোন দোসাও নেটমাধ্যমে বেশ হৈচৈ ফেলেছিল। টেক্সাসে এক রেস্তরাঁ দীপিকার নামে দোসা বিক্রি করে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সেই কথা রণবীর সিংহ নিজেই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। ইনস্টাগ্রামে তিনি মজার ছলে লিখেওছিলেন, ‘ওই দোসা আমি খাব!’