বৈশ্বিক মহামারী করোনাকালে দেশ যখন দুর্বিসহ অবস্থার মধ্যে পতিত সেই সময় ২০২০ সালের এই দিনে গাইবান্ধা জেলা শহর থেকে আত্মপ্রকাশ করেছিল আরেকটি পত্রিকা “সাপ্তাহিক গণ মানুষের খবর”। ছোট এই জেলায় অনেক পত্রিকার ভীড়ে পত্রিকাটি বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করে অল্প সময়ে পাঠক প্রিয় হয়ে সর্ব মহলে জনপ্রিয়তা অর্জন করেছে।
চ্যালেঞ্জ হলেও আমরা বলতে চেষ্টা করেছি সবার না বলা কথা। কোন প্রতিযোগিতা নয়, ভ্রাতৃত্ব সুলভ মানসিকতা নিয়ে কেটে গেছে দুইটি বছর। আবারও ভিন্ন কিছু করার প্রত্যয় নিয়ে ও অনেক না বলা কথা পাঠকের কাছে প্রতিজ্ঞাবদ্ধ পত্রিকাটি। গণ মানুষের খবরের আত্মপ্রকাশে যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন পথ চলার ২য় বছরের শুভক্ষণে তাদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
২০২০ সালের জানুয়ারি থেকে অনলাইনে জনপ্রিয়তার পর একই বছরের ২৩ জুন থেকে শুরু হয় আমাদের কাগজে যাত্রা। আজ পূর্ণ হলো দুই বছর শুরু হলো তৃতীয় বছরে চলা। সপ্তাহের প্রতি সোমবার প্রকাশিত হয়ে আসছে পত্রিকাটি। এছাড়াও অনলাইন ভার্সনে সর্বশেষ সংবাদের আপডেঁসহ প্রতি মূহুর্ত্বে সাথে রয়েছে ই-পেপার। আশা করি বরাবরের মতো সহযোগিতা অব্যাহত রাখবেন সকলে। দেশব্যাপী চলমান বন্যার কারনে থাকছে না এবার কোন আনুষ্ঠানিকতা।