বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী সাদুল্লাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। ২৩ জুন (বৃহস্পতিবার) দিনব্যাপী সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পৃথকস্থানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, পুষ্পমাল্য অর্পন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালী, কেক কাটা অনুষ্ঠিত হয়।
সাদুল্লাপুর উপজেলা পরিষদ চত্বরে র্যালী শেষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক সহীদুল্যাহেল কবির ফারুক, শাহ মো. ফজলুল হক রানা, আহসান হাবিব বাবু, মোখলেছুর রহমান,এশরাফুল কবির আরিফ,রুহুল আমীন জুয়েল, প্রমুখ।
সকালে এর আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লবের নেতৃত্বাধীন বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, পুষ্পমাল্য অর্পন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালী, কেক কাটা অনুষ্ঠিত হয়।পরে সাদুল্লাপুর পুরাতন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোজাহারুল ইসলাম, জিল্লুর রহমান খন্দাকার, শামসুজ্জোহা প্রামানিক রাঙ্গা, এসটিএম রহুল আলম, মোস্তাফিজার রহমান মিন্টু, জাহাঙ্গীর আলম মন্ডল, এজেডএম সাজেদুর রহমান স্বাধীন, মোন্তেজার রহমান চঞ্চল প্রমুখ।