গাইবান্ধার সাঘাটায় এশিয়ান টেলিভিশনের দশম বর্ষ পূতিতে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল বুধবার সকালে সাঘাটা উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রতিনিধি‘র আয়োজনে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা যুবলীগ সিনিয়র সহ-সভাপতি ও সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, সাঘাটা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বোনারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন, স্বাগত বক্তব্য রাখেন, এশিয়ান টিভি সাঘাটা উপজেলা প্রতিনিধি নুর হোসেন রেইন।
সাঘাটা উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি নাজমুল হুদা দুদু, বোনার পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেন, ভরতখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন মন্ডল, (ফারুক আর্মি), উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন বেগম, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, মান্নান মন্ডল, সাংবাদিক আজহারুল ইসলাম, আবু তাহের,জয়নুল আবেদিন,আনোয়ার হোসেন রানা, সহ আরো অনেকে বক্তব্য রাখেন । অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, অধ্যাপক শহিদুল ইসলাম । অনুষ্ঠানে ক্যাবল অপারেটর, সুধীজন, সাংবাদিক, রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। পরে কেক কাটা, বিশাল বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা চত্বর ও বোনার পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নিত্য পরিবেশন করেন শিল্পীরা ।