গাইবান্ধার ফুলছড়ির কালির বাজার উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নিজ এলাকায় প্রথম কর্ম দিবসের কাজ শুরু করলেন গাইবান্ধা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান রিপন। পরে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ফুলছড়ি উপজেলার চরাঞ্চলসহ অসহায় ও দরিদ্র শীতার্থ এক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মাহমুদ হাসান রিপন বলেন, আজ প্রথম কর্ম দিবসে তিনি শপথ নিয়েছেন, অবহেলিত এই এলাকার উন্নয়নে নিজেকে একজন কর্মী হিসেবে নিয়োগ করেছেন। দুই উপজেলায় দুটি পৌরসভা নির্মাণ, আঞ্চলিক মহাসড়ক তৈরি ও বালাসি ঘাটে টালেন নির্মাণসহ গুরুত্বপূর্ণ কাজ করাই হবে এখন তার প্রধান লক্ষ্য।