গাইবান্ধার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত হয়ে দীর্ঘদিন পালাতক থাকা আসামি আরিফুল ইসলামকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার একটি বাসা থেকে পলাশবাড়ীর হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা তাকে গ্রেপ্তার। আজ সকালে তাকে গাইবান্ধায় আনা হয়।
হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আবু রায়হান জানান, পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার মামুদপুর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে মোঃ আরিফুল ইসলামকে ২০১৩ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ আদালতে পাঠানো হবে।