গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের সাজাপ্রাপ্ত ৩ আসামীসহ গাঁজাচাষীকে গ্রেপ্তার করেছে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে। পৃথক মামলায় সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সাদা মিয়া (৩৫), দক্ষিণ বেকাটারী গ্রামের আব্দুল খালেকের ছেলে জহুরুল মন্ডল (৪৫) ও শান্তিরাম ইউনিয়নের পরাণ গ্রামের সামিউল ইসলামের ছেলে হাফিজ উদ্দিন (৪৫)।
এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আরিফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম সীচা গ্রাম থেকে সাড়ে ১১ কেজি ওজনের দুটি গাঁজার গাছ উদ্ধার করেন। একই সঙ্গে বাড়ীর মালিক গাঁজাচাষী মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে আবুল কাশেম (৪০) কে গ্রেপ্তার করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে একটি মামালা রুজু করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করেছেন।