গাইবান্ধার সুন্দরগঞ্জে পিকআপ ভ্যানকে সাইট দিতে গিয়ে রাস্তার খাদে পড়ে যাত্রীবাহী বাসের এক যাত্রী নিহত ও এক যাত্রী আহত হয়েছে। সকাল ৯ টার দিকে সুন্দরগঞ্জ-রংপুর মহাসড়কের বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট এলাকায় দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সুন্দরগঞ্জ থেকে রংপুরের দিকে যাওয়ার সময় রাস্তায় ওষুধ পরিবহনের কাজের একটি পিকআপ ভ্যানকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি।
স্থানীয়রা ও বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে একজন মৃত ও একজন গুরুত্বর আহত যাত্রীকে উদ্ধার করে পার্শ্ববর্তী রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহত বাসযাত্রী রফিকুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার ধনিয়ারকুরা তালুকবাজি গ্রামের বাসিন্দা ও আহত যাত্রী ময়না বেগম একই উপজেলার উত্তর শাহবাজ গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী।