গাইবান্ধা সদর উপজেলার ত্রিমোহিনী আশ্রয়ণ প্রকল্পে ২৫০ টি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) শরীফুল আলম। ২০ জানুয়ারি শুক্রবার বিকেলে উক্ত আশ্রয়ণ প্রকল্পে উপস্থিত হয়ে এসব শীতবস্ত্র বিতরণ করেন তিনি । এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলার সহকারী কমিশনার( ভূমি) রেজাউল ইসলাম, বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবুসহ অন্যান্যরা।
গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) শরীফুল আলম এর হাত থেকে একটি করে কম্বল পেয়ে খুশি হন এসব শীতার্ত মানুষেরা। শীতের কষ্ট থেকে দুস্থদের রক্ষায় উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) শরীফুল আলম বলেন, এই শীতে যেন কেউ কষ্ট না পায় সেদিকে উপজেলা প্রশাসনের লক্ষ্য রয়েছে। তাঁদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য পর্যায় ক্রমে উপজেলার শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো হবে।