গাইবান্ধার গোবিন্দগঞ্জ শিক্ষক প্রশিক্ষণ কলেজের ৪ তলা ভবনের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৫ লক্ষ টাকা ব্যায়ে ভবন টির ১তলা বাস্তবায়ন করা হবে। আজ রবিবার দুপুরে এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান ও পৌর সভার মেয়র মুকিতুর রহমান রাফি।
ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভার সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ রঞ্জু শেখ। কলেজের প্রভাষক শতীষ চন্দ্র রায় মিঠুর সঞ্চালনায় এতে প্রধান ও বিশেষ আতিথি ছাড়াও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: বেলাল আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান মন্ডল, কলেজ গভর্ণিং বডির সদস্য এ্যাডভোকেট আলাউদ্দীন সরকার, উপাধ্যক্ষ আহমেদ নিলুফা নাজনীন, প্রভাষক আহমেদ মেহেদী ফিরোজ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত ও দেশাত্ববোধক গান পরিবেশন করা হয়।