গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট পালান পাড়া গ্রামে ২২ জানুয়ারি দুপুরে এ দূর্ঘটনা ঘটে। আহত শ্রমিক কে প্রথমে রংপুরের পীরগঞ্জ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে সে মারা যায়।
নিহত শ্রমিক মধ্যপাড়া ( সর্দার পাড়া) গ্রামের পঁচার জামাই ও খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের শুকুর আলীর ছেলে রঞ্জু মিয়া(৬০)। জানা যায় নিহত শ্রমিক ধাপেরহাটের পালানপাড়া গ্রামের সুবল সাহার ছেলে কাপড় ব্যবসায়ী শুভ্রত সাহার টাওয়ার সংলগ্ন জায়গায় পুরাতন ঘরের কাজ করতেছিলো।