গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রাম থেকে ৫০ বোতল বিদেশী মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ রসুলপুর গ্রামের আব্দুর রাজ্জাক বাবু এর দোকানে অভিযান চালিয়ে এসব বিদেশী মদসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাজ্জাক বাবু ওই গ্রামের মজিবর রহমানের ছেলে।
গাইবান্ধা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান জানান, ওই দোকানে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার দোকানে তল্লাশি করে ২৫ বোতল অফিসার্স চয়েজ ও ২৫ বোতল ম্যাজিক মোমেন্ট নামের ৫০ বোতল বিদেশী মদ পাওয়া যায়। এ ঘটনায় অবৈধ মাদক রাখার দায়ে মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে বলে জানান তিনি।