1. admin3@gonomanuserkhobor.com : Admin3 :
  2. smbipplob88@gmail.com : Masud Mukul : Masud Mukul
  3. newsbipplob2014@gmail.com : এস এম বিপ্লব ইসলাম : এস এম বিপ্লব ইসলাম
ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রী কলেজের শিক্ষক কর্মচারীর বেতন ভাতা প্রদানে অধ্যক্ষের স্বেচ্ছাচারীতার অভিযোগ
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম:

ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রী কলেজের শিক্ষক কর্মচারীর বেতন ভাতা প্রদানে অধ্যক্ষের স্বেচ্ছাচারীতার অভিযোগ

মুকুল মাসুদ
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮ বার পঠিত

ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রী কলেজ সুন্দরগঞ্জ উপজেলার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। অধ্যক্ষ ছামিউল ইসলাম ২০১৫ সালে অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ায় ২০১৮ সালে মন্ত্রণালয় কর্তৃক তদন্তে অনিয়ম প্রমানিত হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় তার বেতন ভাতা স্থগিত করেন।

তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু তিনি কৌশরে তার চাচা, ভাই এবং নিকটতম আত্মীয় গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করেন। চাচা ও বড় ভাইকে সভাপতি করে অদ্যাবধি পদাসীন আছেন। বড় ভাই হাবিবুর রহমানকে পরপর দুইবার এডহক কমিটির সভাপতি করে অভ্যন্তরীন আয় ত¯্রুপ, নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিধি বহির্ভুতভাবে শিক্ষক এমপিও ভুক্ত করন, টাকার বিনিময়ে সিনিয়র শিক্ষকদের বঞ্চিত করে জুনিয়র শিক্ষকদের পদোন্নতি প্রদানের অভিযোগ রয়েছে। বিভিন্ন অনিয়মের বিষয়ে জেলা প্রশাসক গাইবান্ধা বরাবরে অভিযোগ রয়েছে। অভিযোগটির তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

অত্র কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক এহেতেশামুল হক ডাকুয়া ৭ বছর ধরে বেতন ভাতা বন্ধ রাখায় তিনি পরিবারসহ মানবেতর জীবন যাপন করছেন। জাতীয় বিশ^বিদ্যালয় ও মহামান্য হাইকোর্টের আদেশ ও নির্দেশনা থাকা সত্বেও তার বেতন ভাতা দেয়া হচ্ছে না। বিষয়গুলো জাতীয় বিশ^বিদ্যালয়কে অবগত করলে উপাচার্য উপজেলা নিবাহী কর্মকর্তা সুন্দরগঞ্জ, গাইবান্ধাকে এডহক কমিটির সভাপতি হিসেবে ২৭ ডিসেম্বর ২০২২ খ্রি: মনোনয়ন প্রদান করেন। অধ্যক্ষ সভাপতির চিঠি গোপন করে অক্টোবর/২২ ও নভেম্বর/২২ মাসের বেতন ভাতা উপজেলা নিবাহী কর্মকর্তার দপ্তরে দাখিল করেছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সুন্দরগঞ্জ স্বাক্ষর করেন নি মর্মে সহকারী জজ আদালত সুন্দরগঞ্জ গাইবান্ধায় শাহীনা বেগম নামীয় নিকটতম ব্যক্তিকে দিয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং ০৪/২৩।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর মারফত জানা যায় তার দপ্তরে কোন বিল দাখিল করা হয় নাই। বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করেন। শিক্ষক কর্মচারীর চাপে অধ্যক্ষ ২৩ জানুয়ারি ২০২৩ খ্রি: সভাপতির দপ্তরে বিল দাখিল করেন। সভাপতি শিক্ষক কর্মাচারী সহ মতবিনিয় সভার আহবান করেন। অধ্যক্ষ উপস্থিত না হওয়ায় সভাটি সফল হয়নি। পরবর্তী ১৪ ফেব্রæয়ারি অধ্যক্ষ সহ শিক্ষক কর্মচারীবৃন্দ সভাপতির সংগে দেখা করতে গেলে তাৎক্ষনিক সম্মেলন কক্ষে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। সভাপতি সকল শিক্ষক কর্মচারীর বেতন ভাতা প্রদানের নির্দেশনা দিলেও এহেতেশামুল হক ডাকুয়ার (অর্থনীতি) বিল প্রদানে অধ্যক্ষ অনীহা প্রকাশ করেন। সভায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। সভাপতি উভয়ের বক্তব্য শোনেন কাগজপত্র যাচাই করেন, জাতীয় বিশ^বিদ্যালয়ের আইন সেলের উর্দ্ধতন কর্তৃপক্ষের মতামত নেন। মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী এহেতেশামুল হক ডাকুয়ার বেতন ভাতা প্রদানে কোন আইনগত বাঁধা না থাকায় তার বেতন ভাতা প্রদানের জন্য সভাপতি অধ্যক্ষকে আইনানুগ নির্দেশ দেন। কিন্তু অধ্যক্ষের অসম্মতির কারনে শিক্ষক কর্মচারীদের বেতনের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।

এ বিষয়ে এহেতেশামুল হক ডাকুয়ার কাছে মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন জাতীয় বিশ^বিদ্যালয়ের নভেম্বর/২০১৬, ১১ জানুয়ারী/ ২০১৭ এবং ১৮, ডিসেম্বর /২০১৮ তারিখের নির্দেশনা এবং মহামান্য হাইকোর্ট রীট নং ১৫৫৬/২১ এর ৮,ফেব্রæয়ারি/২০২৩ তারিখের আদেশ অনুযায়ী আমার বেতন ভাতা প্রদানের আইনগত কোন বাধা নেই। আমি কর্তৃপক্ষের কাছে বেতন প্রদানের জোর দাবী জানাচ্ছি।

ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক মিজানুর রহমান বলেন ২৪ বছর হলো অত্র কলেজে চাকুরী করছি অধ্যক্ষের স্বেচ্ছাচারিতায় আমি পদোন্নতি পাই নাই। ইংরেজি বিভাগের প্রভাষক সুহেল আলম বলেন- আমার ছাত্র আমার কর্মস্থলেই সহকারি অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছে, আমি অধ্যক্ষকে সন্তুষ্টি না করায় আমি পদোন্নতি বঞ্চিত হয়েছি।

অধ্যক্ষ ছামিউল ইসলাম এর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
অত্র কলেজের সভাপতি, ইউএনও সুন্দরগঞ্জ মো: আল-মারুফ বলেন- অধ্যক্ষ কলেজের অভ্যন্তরে গ্রæপ সৃষ্টি করেছেন এবং নিয়ম অনুযায়ী বেতন বিল দাখিল করছেন না।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | গণ মানুষের খবর

Theme Customized BY LatestNews