গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নের “মনোহরপুর সমাজ উন্নয়ন সংঘ” এর আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে মনোহরপুর ইউনিয়নের হালিমনগর বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ অক্সফোর্ডিয়ান স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ সাজ্জাদ হোসেন ব্যাপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অবসরপ্রাপ্ত) মোঃ মফিজুল হক।
এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক খন্দকার মোঃ রেজাউল করিম, দিনাজপুর অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বশিরুল আল মামুন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনটির উদ্যেগে বিগত ডিসেম্বর/২২ সালে ২১ টি স্কুলের প্রায় ২ শতাধিক শিক্ষার্থীর প্রত্যক্ষ প্রতিযোগিতায় বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। তার মধ্যে ২০ জন শিক্ষার্থী কৃতিত্ব অর্জন করে। অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ২ হাজার ৫শ টাকা বৃত্তি, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। আলোচনা শেষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অথিতি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।