রাজশাহী বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের রক্ষিতপাড়াগ্রামের মোঃ ইস্ররাইল হোসের ছেলে মোঃ মিজানুর রহমান মিজান (১৫) গত-১৯ শে ফ্রেরুয়ারী বিকাল ৩ টার সময় বাড়ি হতে প্রাইভেট পড়তে গিয়ে আর ফিরে আসে নাই। আত্নীয় স্বজনসহ সকলের বাড়িতে খোঁজাখুজির পর তাকে আর পাওয়া যাচ্ছে না।
ছেলেটির উচ্চতা ৪ ফিট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা পরণে ছিলে কালো শার্ট ও জিন্সের প্যান্ট। বাগমারা থানার জিডি নং-১৪২৬। কোন সহদয় ব্যক্তি যদি ছেলেটির সন্ধান পান তাহলে এই -০১৭৯৬৮৫৬২৬৫ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলে।