গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের দিঘীরহাট বাজারে পল্লী চিকিৎসক মোহাম্মাদ আলীর ওষুধ ফার্মেসির দোকান আগুনে ভস্মীভূত হয়েছে। এতে করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। বৃহস্পতিবার (২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে।
সরেজমিনে জানা যায়, পল্লী চিকিৎসক মোহাম্মদ আলী প্রতিদিনের ন্যায় রাত ১০টার দিকে তাঁর ফার্মেসি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। দোকান বন্ধ করার পূর্বে বৈদ্যুতিক সকল সুইচ বন্ধ করেন। কিন্তু এ দিন দোকান বন্ধের পূর্বে সকল বৈদ্যুতিক সুইচ বন্ধ করলেও দোকানের ভিতর এক কোনায় মশার কয়েলের আগুন না নিভিয়ে, জ্বালিয়ে রেখেই তিনি বাড়িতে চলে যান।
কয়েলের আশপাশে ছিলো বিভিন্ন ওষুধের খালি মোড়ক। জ্বালিয়ে রাখা কয়েলের আগুন খালি মোড়কে লেগে যায় এবং ধীরে ধীরে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে দোকানের উপর টিনের চালে আগুনের লেলিহান শিখা ও ধোয়া দেখতে পায় বাজারের ডিউটিরত নাইট গার্ড।
এ সময় নাইট গার্ড তাৎক্ষণিক আগুন আগুন বলে চিৎকার করলে আশপাশের গ্রাম হতে লোকজন ছুটে এসে বালতি বালতি পানি ছিটিয়ে আগুন নেভাতে সক্ষম হন। আগুন নেভানোর পর দোকান মালিক হাজির হলে জানা যায় ওষুধসহ প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।