1. admin3@gonomanuserkhobor.com : Admin3 :
  2. smbipplob88@gmail.com : Masud Mukul : Masud Mukul
  3. newsbipplob2014@gmail.com : এস এম বিপ্লব ইসলাম : এস এম বিপ্লব ইসলাম
গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং হ্যাকার সদস্যর মূলহোতা আটক
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম:

গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং হ্যাকার সদস্যর মূলহোতা আটক

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৭ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ মোবাইল ব্যাংকিং হ্যাকার সদস্যর মূলহোতা সুজাকে আটক করেছে থানা পুলিশ। উপজেলা মোবাইল ব্যাংকিং এর অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি নতুন নয়। দেশ যখন ডিজিটাল হচ্ছে তখন অসাধু কিছু ব্যক্তি ডিজিটালাডেক বাধাগ্রস্ত করার জন্য সাধারণ জনগণের মাঝে একটা ভীতি সৃষ্টি করার লক্ষ্যে অসৎ উপায়ে মানুষকে ঠকিয়ে অন্যর অ্যাকাউন্টের টাকা নিজের অ্যাকাউন্টে পার করছে।

সাধারণ মানুষ প্রতারিত হয়ে ডিজিটাল পদ্ধতিকে দোষারপ করছে। উপজেলায় হ্যাকার চক্রকে নির্মূল করার জন্য একটি মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী সমিতির গঠন করা হয়েছে। সমিতি গঠনের মধ্য দিয়ে ডিজিটাল ব্যাংক সেবার সাথে জরিত সকলকে একত্রিত করে হ্যাকার সদস্যদের ধরার জন্য চেষ্টা করছে।

বর্তমান সরকার প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা ভাতা দিচ্ছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে হ্যাকারা এই সুবিধাভোগীকে ঠকিয়ে নিজের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। সুবিধাভোগীরা হতাশ হয়ে সমাজসেবা অফিসে এসে ভিড় করছে এবং বলছে নির্দিষ্ট পরিমাণ ভাতা আসছে না। ফলে বিভ্রান্তিতে পরছে তারা।

কিছু দিন পূর্বে এ উপজেলায় জিনের বাদশার প্রচলন ছিল ঠিক তেমনি বাড়ছে হ্যাকারের সংখ্যা। আটককৃত হ্যাকার সদস্যর মূলহোতা সুজন হলেন চকশিবপুর গ্রামের আঃ জলিল মিয়ার ছেলে। বিভিন্ন সময় মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীক সমিতি, হ্যাকারদের আটক করে থানায় সোপর্দ করে।

এ বিষয়ে মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীক সমিতির সভাপতি রুহুল আমিন বলেন, আমরা হ্যাকাদেরকে ধরার চেষ্টা করছি। ইতি মধ্য কয়েক জন হ্যাকারকে পুলিশের হাতে সোপর্দ করতে সক্ষম হয়েছি তবে আমরা হতাশ আইনের ফাঁক দিয়ে তারা দ্রুত বেড়িয়ে এসে আবার এই কাজ করছে। এই হ্যাকারদের কঠিন শাস্তির দাবি করেন তিনি। গোবিন্দগঞ্জ থানায় হ্যাকারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | গণ মানুষের খবর

Theme Customized BY LatestNews