1. admin3@gonomanuserkhobor.com : Admin3 :
  2. smbipplob88@gmail.com : Masud Mukul : Masud Mukul
  3. newsbipplob2014@gmail.com : এস এম বিপ্লব ইসলাম : এস এম বিপ্লব ইসলাম
ভেঙ্গে পড়েছে গাইবান্ধা জেনারেল হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম:

ভেঙ্গে পড়েছে গাইবান্ধা জেনারেল হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১৮ বার পঠিত

ভেঙ্গে পড়েছে গাইবান্ধা জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা ব্যবস্থা। নোংরা ও অপরিছন্ন পরিবেশ। রোগীদের প্রয়োজনীয়ও চিকিৎসা সেবা না দেয়া। সরবারহ তালিকায় ঔষুধ বরাদ্দ থাকলেও ওষুধ না দেওয়াসহ উঠেছে বিভিন্ন অভিযোগ। এতে ভোগান্তিতে পড়েছে চিকিৎসা নিতে রোগীরা।

গাইবান্ধা জেলার সাত উপজেলার কয়েক লক্ষাধিক মানুষের চিকিৎসার ভরসাস্থল গাইবান্ধা জেনারেল হাসপাতাল। এখানে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে টিকিট সংগ্রহ করলেও চিকিৎসদের নিয়মিত না আসা ও প্রয়োজনীও চিকিৎসক না পাওয়ায় বেলা শেষে হতাশ হয়ে ফিরতে হয় তাদের।

শুধু তাই নয় সরকারি ভাবে সরবরাহ তালিকায় ওষুধ থাকলেও তা দেয়া হচ্ছেনা। পাশাপাশি রোগীদের চিকিৎসক ব্যবস্থা পত্রে স্লিপের মাধ্যমে যে পরিমান ওষুধ দেবার স্লিপ দিয়ে থাকেন, কাউন্টারে স্লিপ জমা নিলেও সে পরিমান ওষুধ দেয়া হচ্ছেনা।

আর ভর্তি রোগীদের অধিকাংশ ওষুধ কিনতে হচ্ছে বাজার থেকে, প্রয়োজনীও বেড না থাকায় বাড়ন্দায় গাদাগাদি করে নিতে হচ্ছে চিকিৎসা। সাথে হাসপাতাল জুড়ে নোংরা ও পরিছন্ন পরিবেশ রোগীদের ভোগান্তি বাড়াচ্ছে কয়েকগুন। অন্যদিকে দীর্ঘ ৫ বছরের অধিক সময় ধরে জনবল থাকলেও হাসপাতালটিতে এক্রেরেসহ বিভিন্ন পরিক্ষা বন্ধ থাকায় ভোগান্তি ও হয়রানিতে পড়েছেন রোগীরা।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের ততা¡বধায়ক ডাঃ মোঃ মাহবুব হোসেন সময় সংবাদকে জানান, ১শ শয্যার জনবল দিয়ে ২শ ৫০ শয্যার হাসপাতাল চালাতে গিয়ে রোগীদের দূর্ভোগ হচ্ছে। জনবল ও অবকাঠামো সমস্যার কারনে এমন হচ্ছে। হাসপাতালের তথ্যমতে, প্রতিদিন আউটডোরে ৭শ থেকে ৮শ ও ইনডোরে প্রায় তিন শতাধিক মানুষকে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | গণ মানুষের খবর

Theme Customized BY LatestNews