1. admin3@gonomanuserkhobor.com : Admin3 :
  2. smbipplob88@gmail.com : Masud Mukul : Masud Mukul
  3. newsbipplob2014@gmail.com : এস এম বিপ্লব ইসলাম : এস এম বিপ্লব ইসলাম
সাঘাটায় ব্রীজ নিমার্ণ কাজে বাধাঁ প্রদান করায় ঠিকাদার কর্তৃক থানায় অভিযোগ
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম:

সাঘাটায় ব্রীজ নিমার্ণ কাজে বাধাঁ প্রদান করায় ঠিকাদার কর্তৃক থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১১ বার পঠিত

গাইবান্ধার সাঘাটা উপজেলার শিমুল বাড়িয়া গ্রামের ১০ টি পরিবারের জমি অধিগ্রহন না করেই রেকর্ড ভুক্তজমিতে ব্রীজ নিমার্ণ। কাজে বাধাঁ প্রদান করায় ঠিকাদার কর্তৃক ভূমি মালিকদের বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগ করা হয়েছে।
অভিযোগে জানাযায়, সাঘাটা উপজেলার বাঙ্গালী নদীর উপর এলজিইডি কর্তৃক ব্রীজ নির্মাণ কাজ শুরু করা হয়।

উক্ত ব্রীজের কাজের জায়গায় ১০/১২ টি পরিবারের রেকর্ডভুক্ত জমি পরে। এসব জমি অধিগ্রহন না করেই ঠিকাদার কর্তৃক জোরপূর্বক কাজ শুরু করলে এতে ক্ষতিগ্রস্থ উল্লেখিত জমির মালিকরা বাধাঁ প্রদান করেন। এদিকে ঠিকাদার ক্ষুব্দ হয়ে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে থানায় একটি চাদাঁবাজির অভিযোগ করেন।

এ ব্যাপারে সুষ্ঠুবিচারের দাবিতে এলাকাবাসীর পক্ষে আসাদুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একটি আবেদন করেছেন। বাঙ্গালী নদীর তীরবর্তী দিনমজুর নয়া মিয়া জানান, ব্রীজ নির্মাণ কাজে আমার বাড়িঘর পড়লে সংশ্লিষ্ট কাজের ইঞ্জিনিয়ার ও ঠিকাদার বাড়ি ভেঙ্গে দিতে চায়।

এতে আমি অস্বীকৃতি জানাই, এমতাবস্থায় আমার ঘরবাড়ি স্থানান্তর ও নিমার্ণ করার জন্য প্রতিশ্রুতি দিলেও অধ্যবধি তারা বিভিন্ন তালবাহানা শুরু করেছে। বর্তমানে আমি চরম মানবেতর জীবন যাপন করছি। এ ব্যাপারে সাঘাটা থানা অফিসার ইনচাজর্ রাজু আহমেদ জানান, ঠিকাদার কর্তৃক অভিযোগ পাওয়া গেছে, তবে ক্ষতিগ্রস্থ পরিবারদের ব্যাপারটি বিবেচনা করার বিষয় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | গণ মানুষের খবর

Theme Customized BY LatestNews