1. admin3@gonomanuserkhobor.com : Admin3 :
  2. smbipplob88@gmail.com : Masud Mukul : Masud Mukul
  3. newsbipplob2014@gmail.com : এস এম বিপ্লব ইসলাম : এস এম বিপ্লব ইসলাম
বিচ্ছেদ হলেও অসুস্থ সুস্মিতার ছায়াসঙ্গী রোহমান
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম:

বিচ্ছেদ হলেও অসুস্থ সুস্মিতার ছায়াসঙ্গী রোহমান

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৯ বার পঠিত

বিচ্ছেদ হয়েছে আগেই, তবে তার পরও বরাবর সুস্মিতার পাশেই থেকেছেন রোহমান শল। সম্প্রতি সুস্মিতা সেনের হার্টঅ্যাটাকের পরও তার পাশে ছিলেন রোহমান। কয়েক দিন আগেই নানাবতী হাসপাতালে অভিনেত্রীকে চেকআপে নিয়ে যেতে দেখা গিয়েছিল রোহমানকে।

অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার ১৫ দিন আগেই ল্যাকমে ফ্যাশন উইকের র‌্যাম্পে শো স্টপার হয়ে হেঁটেছেন সুস্মিতা, সেখানেও তাকে একা ছাড়েননি রোহমান। ল্যাকমে ফ্যাশন উইকের র‌্যাম্প ওয়াক শেষ করে ফেরার সময় সুস্মিতার পাশে পাশে থাকতে দেখা যায় রোহমানকে। অসুস্থতা সত্ত্বেও অনুরাগীরা সুস্মিতার সঙ্গে ছবি তুলতে চাইলে তিনি তাদের ফিরিয়ে দেননি। হাসিমুখে ছবি তুলেছেন।

এক অনুরাগী তাকে বলেন, ‘আপনি ভীষণই শক্তপোক্ত, দৃঢ় একজন মানুষ।’ উত্তরে সাবেক মিস ইউনিভার্স তখন বলেন, ‘আমার ওপর আসলে অনেক মানুষের আশীর্বাদ আছে’। সুস্মিতা সেন গত ২ মার্চ প্রথমবার সোশ্যাল মিডিয়ায় জানান, দুদিন আগেই তার হার্টঅ্যাটাক হয়েছিল, অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, স্টেন্ট বসেছে।

আচমকা এমন খবরে সবাই হতবাক হয়েছিলেন। সুস্মিতা জানান, তার প্রধান ধমনীগুলোর একটির ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। তবে অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার সাত দিন পর চিকিৎসকদের অনুমতি নিয়ে শরীরচর্চা শুরু করেন সুস্মিতা, আবার কাজেও ফিরেছেন তিনি। অসুস্থতাকে ভুলে আবারও আগের রূপে সুস্মিতাকে এভাবে দেখে সবাই বিস্মিত হয়েছেন! নেটিজেনদের কেউ লিখেছেন, ‘উনি উদাহরণ!  অনুপ্রাণিত হওয়া যায় তাকে দেখে…’।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | গণ মানুষের খবর

Theme Customized BY LatestNews