গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে বাঁশঝাড়ের ভিতর গভীর রাতে জুয়া খেলার সময় ৪ জুয়ারিকে গ্রেফতার করেছে।
থানা সূত্র জানায়, সোমবার (১৩ মার্চ) রাত দুইটার দিকে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ফতেখা গ্রামের জনৈক ধলু মিয়ার বাড়ির পিছনে বাঁশঝাড়ের ভিতর জুয়া খেলার সময় হাতে নাতে ৪ জুয়ারিকে গ্রেফতার করে।
জুয়ারিরা হলেন ওই গ্রামের আবুল কাশেমের ছেলে রমজান আলী (৩০), আমজাদ হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৪), মহির উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৭) ও ইসমাইল হোসেনের ছেলে বাদশা মিয়া (২৫)।
ধৃতদের বিরুদ্ধে থানায় মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।