1. admin3@gonomanuserkhobor.com : Admin3 :
  2. smbipplob88@gmail.com : Masud Mukul : Masud Mukul
  3. newsbipplob2014@gmail.com : এস এম বিপ্লব ইসলাম : এস এম বিপ্লব ইসলাম
সুন্দরগঞ্জে দুই নারীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার-১
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম:

সুন্দরগঞ্জে দুই নারীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার-১

জাহিদ হাসান জীবন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৪ বার পঠিত
গাইবান্ধার সুন্দরগঞ্জে দুই নারীকে ছোরা দিয়ে কুপিয়ে গুরুতর জখমসহ লোহার রড দিয়ে পিটিয়ে দাঁত ভেঙ্গে দেয়ার অভিযোগে মঙ্গলবার ভোরে আলামিন মিয়া নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলামিন মিয়া (২৮)উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
থানা পুলিশ ও ঘটনাস্থল সূত্রে জানা গেছে, নিজপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে মুনসেফা খাতুনের সাথে তার প্রতিবেশিদের জমি-জমা নিয়ে দীর্ঘ দিন থেকে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই জের ধরে গত ৭ মার্চ প্রতিপক্ষরা মুনসেফা খাতুনের বাড়িঘর ভাংচুর করে।
এসময় বাধা প্রদান করলে মুনসেফা ও তার পুত্রবধূ রহিমাকে ছোরা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করাসহ লোহার রড দিয়ে পিটিয়ে মুনসেফার দাঁত ভেঙ্গে দেয়। এছাড়া মহিলাদের টানা-হেচড়া করে বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটায় এবং স্বর্ণালংকার গলা থেকে টেনে ছিড়ে নেয়।
এরপর ৯৯৯ নম্বরে ফোন করা হলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত দুই নারীকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা হাসপাতালে পৌঁছে  দেয়। আহত শ্বাশুড়ী ও পুত্রবধূ এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় ১৭ জনকে আসামি করে থানায় একটি মামলা করা হয়েছে। যার জিআর নং-৭০/২৩।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, মঙ্গলবার ভোর ৫ টায় আসামি আলামিন মিয়াকে গ্রেপ্তারসহ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | গণ মানুষের খবর

Theme Customized BY LatestNews