গাইবান্ধার পলাশবাড়ীতে ২০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে গোপন সূত্রে খবর পেয়ে সোমবার (১৩ মার্চ) সন্ধায় এসআই আব্দুল মান্নান-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলা এলাকায় মহাসড়কে যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
এসময় গাইবান্ধা-বগুড়াগামী আব্দুল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশিকালে ২০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার চুহাড় গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মো. রাজা মিয়া (৫৪) ও একই জেলার সদর উপজেলার মধ্যবাবু খাঁ গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে সোহেল রানা (৩৫)।
থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হবে।