গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের নানা কর্মসূচী অনুষ্ঠিত হয়।
আজ রবিবার সূর্যোদয়ের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনি মধ্য দিয়ে গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ অসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী , গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ প্রধান,
উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন আহমেদ, উপজেলা ভাইচ চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগও অঙ্গ সহযেগী সংগঠন, উপজেলা জাতীয়পার্টি, প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে কাটাখালী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা ও গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।