গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। রবিবার যথাযথ মর্যাদায় তোপধ্বনি, পতাকা উত্তোলণ, শ্রদ্ধাঞ্জলী অর্পণ, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।
এসব কর্মসূচীতে উপজেলা প্রশসনের সঙ্গে অংশ গ্রহণ করেন ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট্য শিল্পপতি আফরুজা বারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে শনিবার (২৫ মার্চ) গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।