1. admin3@gonomanuserkhobor.com : Admin3 :
  2. smbipplob88@gmail.com : Masud Mukul : Masud Mukul
  3. newsbipplob2014@gmail.com : এস এম বিপ্লব ইসলাম : এস এম বিপ্লব ইসলাম
গাইবান্ধায় ২জন শিক্ষকের এমপিও বাতিলের জন্য কারণ দর্শানোর নোটিশ প্রদান
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম:

গাইবান্ধায় ২জন শিক্ষকের এমপিও বাতিলের জন্য কারণ দর্শানোর নোটিশ প্রদান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২৯ বার পঠিত

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এ.টি.এম রাশেদুজ্জামান, প্রভাষক কানিজ আফসানা জামান ও প্রভাষক সুনীল কুমার বর্মণ কে কেন এম,পি,ও বাতিল করা হবে না মর্মে মাউশি উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা থেকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

কঞ্চিপাড়া সার্বিক উন্নয়ন বাস্তবায়ন কমিটি ও এলাকাবাসীর অভিযোগ সুত্রে জানা যায় অধ্যক্ষ রাশেদুজ্জামান অবৈধ নিয়োগ বাণিজ্য, জাল সনদ দিয়ে এমপিও ভুক্তি করণসহ নানা অনিয়মে জড়িত। এলাকাবাসীর পক্ষে হাবিবুল ইসলাম তাজু, মেহেদী হাসান, শরিফুল ইসলাম অধ্যক্ষের বিরুদ্ধে যে অভিযোগ দাখিল করেছেন মাউশি রংপুর বিভাগ তদন্ত পূর্বক অধ্যক্ষহ দু‘জন শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।

তপন কুমার দাস (সহকারী পরিচালক (কলেজ-৩) স্বাক্ষরিত চিঠিতে কাম্য শিক্ষাগত যোগ্যতাবিহীন বিধি সম্মতভাবে নিয়োগ না হওয়ায় এবং অনলাইনে ভুয়া সনদসহ মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে এমপিও ভুক্ত হওয়ায় কানিজ আফসানা জামানের এমপিও বাতিল করে মে ২০২২ থেকে বেতন ভাতা বাবদ মোট উত্তোলিত টাকা সরকারি কোষাগারে জমাদানের প্রয়োজনীয় নির্দেশনা,

জাল তথ্য উপস্থাপনের মাধ্যমে অবৈধভাবে এমপিও করিয়ে দিয়ে সরকারি অর্থ অপচয়ের সহযোগিতা করার জন্য অধ্যক্ষের এমপিও সাময়িকভাবে স্থগিত এবং অর্থনীতি বিভাগের প্রভাষক সুনীল কুমার বর্মনকে পাট্যার্ণ বহির্ভুত ভাবে এমপিও ভুক্ত করায় নিয়োগ দানকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।

এ বিষয়ে অভিযোগকারী মেহেদী বাবু বলেন অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। অধ্যক্ষ সহ অবৈধ নিয়োগ বাতিল করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জোড় দাবী জানাচ্ছি। অত্র কলেজের সভাপতি ফুলছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: আনিছুর রহমান বলেন যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টির মতামত জানান হয়েছে, নির্দেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব। অধ্যক্ষ রাশেদুজ্জামান বলেন বিষয়টি নিয়ে মহামান্য সুপ্রমীম কোর্টে রীট করিয়াছি। অতএব এ ধরণের চিঠি আশা করিনা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | গণ মানুষের খবর

Theme Customized BY LatestNews