গাইবান্ধার গেবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে শ্রমিক সংগঠন মহান মে দিবস পালন করেছে। ১মে রাত ১২টা ১ মিনিটে উপজেলা শ্রমিক লীগের স্থানীয় শহীদ মিনারে পূস্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসের শুভ সুচনা করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়রম্যান আব্দুল লতিফ প্রধান,
সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু, শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রধান উপস্থিত ছিলেন। সকালে গাইবান্ধা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়ন, দোকান কর্মচারী ইউনিয়ন সহ বিভিন্ন্ সংগঠনের পক্ষে শহরে র্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে অন্যান অতিথি ছাড়াও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেন, পৌর সভার মেয়র মুকিতুর রহমান রাফি, থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন, ওয়ার্কর্কস পাটির সভাপতি এমএ মোতিন মোল্লা, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য সাবেক ভারপ্রাপ্ত মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম অংশ গ্রহণ করেন।