জয়পুরহাট জেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সভা ও ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার হাসপাতাল চত্তরে আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং ২০ শয্যা হাসপাতালের উদ্বোধন করেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার নুরে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর।
জয়পুরহাট ডায়াবেটিস সমিতির সভাপতি সাবেক পৌর মেয়র আঃ আজিজের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা বারের সভাপতি এড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, জিপি মোমিন আহম্মেদ চৌধুরী, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনি প্রমুখ।