1. admin3@gonomanuserkhobor.com : Admin3 :
  2. smbipplob88@gmail.com : Masud Mukul : Masud Mukul
  3. newsbipplob2014@gmail.com : এস এম বিপ্লব ইসলাম : এস এম বিপ্লব ইসলাম
ব্রহ্মপুত্রের ভাঙ্গনে আর কোন মানুষ বাড়ি ছাড়া হবে না- মাহমুদ হাসান রিপন
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:

ব্রহ্মপুত্রের ভাঙ্গনে আর কোন মানুষ বাড়ি ছাড়া হবে না- মাহমুদ হাসান রিপন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১২ বার পঠিত

ব্রহ্মপুত্রের ভাঙ্গনে আর কোন মানুষ বাড়ি ছাড়া হবে না। প্রত্যেকটি বাঁধ স্থায়ী রক্ষার কাজ করা হচ্ছে। পর্যায়ক্রমে  সবগুলো করা হবে। আওয়ামী লীগ  সরকারের আমলে আর কোন নদী ভাঙ্গনের শিকার মানুষকে গৃহহীন হতে  হবে না।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের  ভাঙ্গন প্রতিরোধে প্রতিরক্ষামূলক  কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন গাইবান্ধা- আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। তিনি আরো বলেন, উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগ সরকারকে ভোট দিতে হবে।

আজ বুধবার  (১০ মে) দুপুরে উড়িয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের  ভুষির ভিটা মধ্য উড়িয়া  এলাকায় প্রতিরক্ষামূলক কাজের  জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করেন, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।

এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আহসান হাবিব, গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী  মোঃ হাফিজুর রহমান, ফুলছড়ি  উপজেলা চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ অন্যান্যরা।
উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনে গেল বছরসহ  প্রতিবছর ওই এলাকার আবাদি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে আসছিল। সম্প্রতি পানি বৃদ্ধির সাথে আবারো শুরু হয় ভাঙ্গন। এই ভাঙ্গন প্রতিরোধে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে ওই এলাকায় প্রায় সাত কোটি টাকা পেয়ে  ১২শ মিটার প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করা হলো।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | গণ মানুষের খবর

Theme Customized BY LatestNews