গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী গ্রামে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
বুধবার (১০ মে) দুপুরে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, আজিজুল হক (২৬),এনামুল হক (৩৭) ও ফিরোজ কবির আকন্দ (৪২)।
গ্রেফতার আজিজুল হক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার গজেরকুটি গ্রামের নুর ইসলামের ছেলে ও এনামুল হক গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী (পূর্বপাড়া) গ্রামের মৃত জামাল মন্ডলের এবং ও ফিরোজ কবির আকন্দ একই গ্রামের রাজা মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৯ মে) র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্প ও সিপিএসসি রংপুরের একটি যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় বগুলাগাড়ী গ্রাম থেকে ১৩ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।