অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেল শাহরুখ খানের চলচ্চিত্র পাঠান৷ দেশের ৪১টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে এই সিনেমা গতকাল শুক্রবার (১২ মে) সকাল থেকেই সিনেপ্লেক্সের পান্থপথ শাখায় ছিল শাহরুখ ভক্তদের ভিড়। জানুয়ারিতে মুক্তি পাওয়া এই সিনেমা ইতোমধ্যে ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে। তবে প্রিয় তারকাকে দেশে প্রথমবারের মতো বিগ স্ক্রিনে দেখার সুযোগ কেউ মিস করতে চাননি।
বাংলাদেশে আমদানিকারক অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন জানিয়েছেন, দেশের সব মাল্টিপ্লেক্স ও উন্নতমানের কিছু সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে মোট ৪১টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে। এগুলোতে প্রতিদিন ‘পাঠান’র ২০৬টি শো প্রদর্শিত হবে।
মুক্তির আগেই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রির খবর মিলেছে। মুক্তির দিন একাধিক শো হাউসফুল যাওয়ার আশা করছেন সিনেমা হল মালিকরা। ২৫ জানুয়ারি মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে ‘পাঠান’। পরে সিনেমাটি অ্যামাজন প্রাইমেও এসেছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে শাহরুখ খান ছাড়াও দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানাসহ অনেকে আছেন।