সাদুল্লাপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২২মে (সোমবার) সকালে উপজেলা মৎস্যজীবি লীগের আয়োজনে আনন্দ র্যলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়।
পরে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভায় বনগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গণে সাদুল্লাপুর উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক আশরাফ আলী সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক লুৎফর রহমান লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল জলিল সরকার।
প্রধান বক্তা বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার রাসেল। আরো বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব বাবু,বনগ্রাম ইউনিয়ন আ’লীগের সভাপতি মোখলেছুর রহমান, কৃষকলীগের সভাপতি সৈয়দ রায়হানুল হক রবার্ট, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার আলো, জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার জুয়েল, যুবলীগের সহ সভাপতি আঃ খালেক আকন্দ, তাঁতীলীগের সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ, প্রমুখ। পরে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি নেতা কর্তৃক হুমকী প্রদানের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল উপজেলা চত্বর হতে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।