প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরত খালী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে সোমবার উল্লা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা আওয়ামীলীগ সভাপতি সামশীল আরেফীন টিটু, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বোনারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান নিটল, ভরতখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন মন্ডল (ফারুক আর্মি) সহ আরো অনেকে।