গাইবান্ধার সাঘাটায় মুক্তিনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল সোমবার ২০২৩-২০২৪ অর্থবছরে উন্মুক্ত বাজেট ঘোষণা সভা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সাঘাটা উপজেলা সহকারী কমিশনার ভূমি মনোরঞ্জন বর্মন, মুক্তিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব লায়ন সহ আরো অনেকে। বাজেট ঘোষণা করেন ইউপি সচিব রওশন আলম। ২০২৩-২০২৪ অর্থবছরের আয় ২ কোটি ২ লক্ষ্য ৭৩ হাজার ৭শত ৩৮ টাকা। ব্যয় ১ কোটি ৯৯লক্ষ্য ৯৭ হাজার ১শত টাকা।