গাইবান্ধার সুবিধা বঞ্চিত নারীদের ব্যবসায়ী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে একটি পরিবেশ বান্ধব ‘ইমপ্যাক্ট বিজনেস ইনকিউবেটর’-এ কার্যক্রমের উদ্বোধনী করা হয়েছে। সোমবার (২২ মে) দুপুরে ‘এলা প্যাড’র উদ্যোগে কামারপাড়া এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন এলা প্যাডের প্রতিষ্ঠাতা মামুনুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উত্তম সরকার। বক্তারা বলেন, এ কর্যক্রমের মাধ্যমে ‘এলা প্যাড’ দেখাতে চায় যে গ্রামীণ এলাকার মহিলারাও প্রান্তিক পর্যায়ে থেকে পরিবেশ বান্ধব স্মার্ট ব্যবসা চালাতে পারে।
তাঁরাও ইনকিউবেটরের সহায়তা পেলে অভিনব ব্যবসা তৈরি করতে পারবেন। বিজনেস ইনকিউবেটর শুধুমাত্র উচ্চ শিক্ষতদের জন্যে নয়। এ জেলার নারীরা পরিবেশ বান্ধব ব্যবসা করে দেশ-বিদেশের দৃষ্টি আকর্ষণ করেছে। এখানে প্রান্তিক নারীরা তাঁদের সৃজনশীল ব্যবসায়িক ধারণা নিয়ে কাজ করতে পারবে। এখান থেকে নতুন নতুন ব্যবসা শুরুর জন্য প্রয়োজনীয় সহায়তা পাবেন।
অনুষ্ঠানে গার্মেন্টসের ফেলে দেয়া কাপড়ের টুকরা দিয়ে প্রান্তিক নারীরা পুনঃব্যবহার যোগ্য স্যানেটারি প্যাডসহ বিভিন্ন ধরণের তৈরি পণ্য প্রদর্শন করে। স্কুলের মেয়েরা তাঁদের নিজ নিজ স্কুলে ‘এলা প্যাড’-এর সহায়তায় ‘প্যাড ব্যাংক’ করে কিভাবে সকল ছাত্রীদের কাছে প্যাড পোঁছে দিচ্ছে সেটিও দেখানো হয়।