গাইবান্ধায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় বিএনপির ৬ নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ফেসবুকে ভিডিও আপলোড করে জাতির পিতা ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অপরাধে মঙ্গলবার (২৩ মে) রাতে গাইবান্ধা সদর থানায় মামলাটি দায়ের করা হয় বলে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান।
তিনি বলেন, গ্রেফতারদের আজ দুপুরে আদালতে নেওয়া হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা পৌরসভার পলাশপাড়া এলাকার মৃত চান মিয়ার ছেলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তারেকুজ্জামান তারেক (৩৩), ফকিরপাড়া এলাকার মো. নয়া মিয়ার ছেলে সদর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমাম হাসান আলাল (৩০) ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমাম হোসেন দুলাল (৩৩),
একই পাড়ার রফিকুল ইসলামের ছেলে জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো. মিরাজুজ্জামান রবিন (৩০), ডিবি রোড শাপলাপাড়া গ্রামের মৃত খায়রুল এনামের ছেলে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন (৪৫), পুরাতন বাজার এলাকার বাসিন্দা মো. হুনান হক্কানির ছেলে যুবদল নেতা মো. কেনান হক্কানি (২৮)।
এর আগে গত সোমবার (২২ মে) ভোর রাতে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায় , ডিজিটাল প্লাটফর্মে (ফেসবুক) পোস্ট করা ভিডিওতে গ্রেফতারকৃত ব্যক্তিদের বক্তব্যের মাধ্যমে জাতির পিতার বিরুদ্ধে প্রোপাগান্ডা, রাষ্ট্রের ভাবমূর্তি-সুনাম ক্ষুণ্নসহ অপপ্রচার, ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত, আইন- শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা এবং সহায়তার অপরাধে মামলাটি দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত রাখা হয়েছে ২শ ৫০জনকে।