গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ির পাশে ছাগল বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রনজিতা রাণী (৩২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ মে) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের শীলপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রনজিতা রাণী ওই গ্রামের সুভাষ চন্দ্র বর্মনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে বারোটার দিকে ওই গৃহবধূ ছাগল নিয়ে বাড়ির পিছনে বাঁধার জন্য যায়। এসময় মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারের সাথে পা বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এম এ আজিজ বলেন, ‘বিদ্যুতের তারে জড়িয়ে রনজিতা রাণী নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
ঘটনাটি অত্যন্ত দুঃজনক। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’