জয়পুরহাটে শ্রমিক সংকটে ধান কাটা ও মাড়াই নিয়ে বিপাকে পড়েছেন চাষীরা। অন্যান্য এলাকা থেকে প্রতি বছরের ন্যায় মৌসুমী শ্রমিক না আসায় শ্রমিক সংকট প্রকট আকার ধারন করেছে। যাদের পাওয়া যাচ্ছে তাদের মজুির বেশ চড়া।
এতে লোকসানের আশংকায় পড়েছেন জেলার চাষীরা। বিস্তীর্ণ মাঠজুড়ে এখন চলছে বোরো ধান কাটা ও মাড়াই। কিন্তু প্রয়োজন অনুযায়ি শ্রমিক পাওয়া যাচ্ছে না। এতে ধান কাটা-মাড়াই নিয়ে বিপাকে পড়েছেন জেলার চাষীরা।
জেলার বিভিন্ন এলাকার কৃষকরা জানালেন, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, নীলফামারীসহ উত্তরের বিভিন্ন জেলা থেকে শ্রমিক না আসায় মৌসুমের শুরুতেই এ সংকট.দেখা দিয়েছে। এদিকে স্থানীয় শ্রমিক পাওয়া গেলেও মজুরি বেশ চড়া। প্রতি বিঘা ধান কাটা-মাড়াইয়ে খরচ গুণতে হচ্ছে সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা। এ অবস্থায় বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন চাষীরা।
পরিস্থিতির কথা স্বীকার করে জেলা কৃষি বিভাগ জানিয়েছে, যান্ত্রিকভাবে ধান কাটা ও মাড়াইয়ের প্রচলন শুরু করতে পারলে এমন সংকট আর থাকবেনা। চলতি মৌসুমে জেলায় বোরো ধান চাষ হয়েছে ৬৯ হাজার ৬শ’ হেক্টর জমিতে। যেখানে ২ লাখ ৮১ হাজার ৬৮৬ মেট্রিকটন চাল উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ।