সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও আওয়ামী লীগের নির্বাচন মনিটরিং সেলের সমন্বয়ক কবির বিন আনোয়ার বলেছেন, দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশ পথে এগুচ্ছে দেশ।
শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক খাতের কার্যক্রম স্মার্ট পদ্ধতিতে রূপান্তর হবে। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছি।স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মার্ট কর্নারের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
কবির বিন আনোয়ার বলেন, বাবা-মা, ভাইদের হারিয়ে, নিজের স্বামী-সংসার, ছেলেমেয়ে সবকিছু ছেড়ে তিনি বাবার আরাধ্য কাজকে শেষ করার জন্য জীবনকে উৎসর্গ করেছেন। আজ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বিশ্বের বুকে রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। কিন্তু ষড়যন্ত্র বন্ধ হয়নি। তাকে হত্যার জন্য বারবার চেষ্টা হয়েছে, আজও হচ্ছে।
অন্যদের মধ্যে বক্তব্য দেন,জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহসভাপতি এসএম সোলায়মান আলী.নৃপেন্দনাথ মন্ডল, গোলাম হক্কানি,সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল প্রমুখ। এখন থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থাপিত ডিজিটাল সুবিধাসমৃদ্ধ কক্ষ থেকে সরকারের উন্নয়ন, সাফল্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরে প্রচার-প্রচারণা চালানো হবে বলে জানানো হয়।