গাইবান্ধায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ২৫ মে বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার রহিমা খাতুন সিদ্দিকা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় এর আয়োজনে মুকুল হলে এ উপলক্ষে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
এতে প্রধান অতিথি হিসেবে নজরুল ইসলামের জীবনী নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাদিয়াখালী নজরুল চর্চা কেন্দ্রের প্রধান উপদেষ্টা মো: শরিফুল হক সিদ্দিকী (মুকুল মিয়া )। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাদিয়াখালী নজরুল চর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক মোছা: ফেরদৌসী জাহান সিদ্দিকা , বাদিয়াখালী নজরুল চর্চা কেন্দ্রের উপদেষ্টা আফরুজা লুপু।
এসময় আরোও বক্তব্য রাখেন, রহিমা খাতুন সিদ্দিকা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম, সহকারী শিক্ষক সামিউল হক, সহকারী শিক্ষক প্রণব কুমার, সহকারী শিক্ষক সোহেল রানা, রহিমা খাতুন সিদ্দিকা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী আয়েশা সিদ্দিকা মৌ, দশম শ্রেণীর ছাত্রী আফরিন বৃষ্টি, অষ্টম শ্রেণির ছাত্রী নওরোজ , অষ্টম শ্রেণীর ছাত্রী শিমু আক্তার।
এতে রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অত্র অনুষ্ঠানের অতিথিরা। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন রহিমা খাতুন সিদ্দিকা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামিউল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রহিমা খাতুন সিদ্দিকা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাহমিনা বেগম ।